শাটার স্পিড কি?

Nilove Photography > Blog > Basic Photography > শাটার স্পিড কি?

শাটার স্পিড কি?

আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হল শাটার স্পিড?

এক্সপোজার ট্রাইএঙ্গেল অন্যতম হচ্ছে শাটার স্পিড। বাকি দুটো হচ্ছে অ্যাপারচার এবং আইএসও।

ক্যামেরা ইমেজ সেন্সরটি বাইরের আলো সেন্সর এর প্রবেশের জন্য কত সময় ধরে খোলা থাকবে সেটাকেই সাধারণত শাটার স্পিড বলা হয়।

আরও ডিটেইলস জানার আগে, ক্যামেরা এর বিভিন্ন অংশগুলো একটি ছবি তোলার জন্য কিভাবে সাহায্য করে সেই সম্পর্কে একটু ধারণা নেই। 

একটি ডিএসএলআর ক্যামেরাতে যখন আপনি শাটার বাটনটি চাপবেন তখন ভিউফাইণ্ডার এর জায়গায় একটি মিরর ওপেন হবে যেটি সাধারণত বাইরের আলোকে ক্যামেরা এর ভেতরে প্রবেশ করাবে।

যখনই মিররটি উপরের দিকে খুলবে তখনই একটি দরজা উপর থেকে নিচের দিকে যাবে যেটি সেন্সরটিকে এক্সপোজ করবে এবং তার পরপরই আর একটি দরজা পড়বে যেটি পুরো সেন্সরটিকে কাভার করবে। যখনই দ্বিতীয় দরজাটি বন্ধ হয়ে যাবে তখনই মিররটি আবার আগের জয়াগাতে ফিরে যাবে। এবং সাথে সাথে দরজাগুলোও তাদের আগের পজিশন ফিরে যাবে।

যত বেশি সময় ধরে শাটার ওপেন থাকবে তত বেশি আলো ক্যামেরাতে প্রবেশ করবে।

শাটার স্পিডকে সাধারণত সেকেণ্ড এর ভগ্নাংশে পরিমাপ করা হয়।

উদাহরণস্বরুপ বলা যেতে পারে যখন আমাদের ডিসপ্লে তে শাটার স্পিড ১/৪ শো করে তখন আমরা বুঝব আমাদের শাটার স্পিডটি ১ সেকেণড এর ১ভাগ এর ৪ ভাগ। একইভাবে যখন ডিসপ্লে তে দেখব শাটার স্পিডটি ১/২৫০ তখন বুঝব এটি হচ্ছে এক সেকেণড এর ১ ভাগের ২৫০ ভাগ।

বিভিন্ন ধরনের শাটার স্পিড আমাদের ছবিগুলাকে বিভিন্নভাবে প্রভাবিত করে।

যখন আপনি স্পোর্টস অথবা অ্যাকশন ফটোগ্রাফি করবেন তখন অনেক হাই শাটার স্পিড যেমন 1/1000 অথবা এর উপরে শাটার স্পিড এর প্রয়োজন পড়ে। তখন আপনি খুব ভালভাবেই এই মুভমেন্ট গুলাকে ক্যাপচার করতে পারবেন। আবার প্রত্যাহিক ছবি তোলার জন্য ১/১০০ এর মত শাটার স্পিড ই যথেষ্ট যাতে করে আপনার সাবজেক্ট ব্লার না হয়।

যখন আপনি হ্যাণ্ডহেল্ড লংগার শাটার স্পিড এ ছবি তুলতে যাবেন তখন আপনার হাত শেক করার পসিবিলিটি বেড়ে যাবে এবং ছবিগুলা ব্লার হয়ে যাবে। সব ম্যানুফ্যাকচারারই তাদের নতুন লেন্সগুলোতে এই সমস্যা সমাধান করার জন্য ভাইব্রেনস রিডাকশন টেকনোলজি ব্যবহার করছে যাতে করে হাতের এই শেকিনেস টা কারেক্ট হয়ে যায়।

নাইট ফটোগ্রাফি এর জন্য আমরা সাধারণত লংগার শাটার স্পিড ব্যবহার করি যাতে করে বেশি পরিমাণ আলো আমরা ক্যাপচার করতে পারি।

শাটার স্পিড এর প্রিন্সিপাল গুলা জানলে আপনি ছবি তোলার সময় বেটার ডিসিশন নিতে পারবেন। যেমন ধরুন আপনি কোন একটা অ্যাকশন সিনকে ফ্রিজ করতে চাচ্ছেন অথবা খুদ্র আলো দিয়ে টাইম ওয়ার্প করতে চাচ্ছেন। এগুলা বুঝতে হলে আপনার শাটার স্পিড সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে।

যদিও এটি ফটোগ্রাফি এর একটি ব্যাসিক কনসেপ্ট তবুও একটি সুন্দর ছবি তোলার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ।

সকলকে ধন্যবাদ, দেখা হবে আগামী Tutorial এ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

©2006-2024 Nilove Photography.